Propeller top

Monday, March 5, 2012

 
লাক্স তারকা মেহজাবীন অতিমাত্রায় বন্ধুপ্রিয়। বন্ধুদের নিয়ে সারাদিন হৈ-হুল্লোড় আর আড্ডা দিতেই তিনি দারুণ পছন্দ করেন। বৃটিশ কাউন্সিলের ছাত্রী মেহজাবীনের শতাধিক বন্ধুর মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ আফরিন রোজ। হাজার কাজের ভিড়ে যখন মন খারাপ হয়ে যায়, তখন রোজের সঙ্গে কথা বলেই স্বাভাবিক হয়ে ওঠেন তিনি। সম্প্রতি যায়যায়দিনের সঙ্গে কথোপকথনে তিনি বন্ধুদের প্র...সঙ্গে এমন মন্তব্যই করেন। ব্যক্তি জীবনের মতো এবার নাটকেও মেহজাবীনকে খুবই বন্ধুপ্রিয় হিসেবে দেখা যাবে। সম্প্রতি নতুন একটি ধারাবাহিকে কাজ শুরু করেছেন মেহজাবীন। 'সমীকরণ' শিরোনামের এ ধারাবাহিক নাটকটি পরিচালনা করেছেন আলভী আহমেদ। রচনা করেছেন পান্থ শাহরিয়ার। নাটকের কাহিনী গড়ে উঠেছে পাঁচ বন্ধুকে উপজীব্য করে। তারা হলেন- ট্যাম, রন্টি, রুবা, এশা ও মাইশা। তারা দলবেঁধে একবার কক্সবাজারে যান। সেখানে বসে পাঁচ বন্ধুর জীবনে একের পর এক নাটকীয় ঘটনা ঘটতে থাকে। ধারাবাহিকটি আগামী ১ মার্চ থেকে চ্যানেল নাইনে প্রচার হবে।'

লক্ষ্য করুনঃ আমাদের সব নিউজই আপনাদের জন্য এক্সক্লুসিভ ভাবে সংগ্রহ করা।। তাই আমাদের পোস্টগুলো নিয়মিত লাইক করুন/শেয়ার করুন, নাহলে পরের পোস্টগুলো আপনার হোম পেইজে দেখাবে না।। ধন্যবাদ।।