প্রথমবারের মতো বিজ্ঞাপনচিত্রে কাজ করতে যাচ্ছেন ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতার বিজয়িনী হাসিন রওশন। প্যারাসুটের একটি নতুন বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে দেখা যাবে তাঁকে। বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করবেন অমিতাভ রেজা। হাসিন জানান, ‘২২ ফ্রেব্রুয়ারি থেকে টানা ৩দিন ঢাকায় বিজ্ঞাপনটিত্রটির শুটিংয়ে অংশ নেবেন তিনি। প্রথমবারের মতো বিজ্ঞাপনচিত্রে ...অভিনয় প্রসঙ্গে হাসিন বলেন, ‘শুরু থেকেই আমি বলে আসছি, ভালো প্রোডাক্ট, পছন্দের নির্মাতা, সুন্দর গল্প বড় বাজেটের বিজ্ঞাপন ছাড়া আমি কাজ করব না। এ বিজ্ঞাপনচিত্রে আমার সব চাওয়াই পূরণ হয়েছে। তাই অভিনয় করছি।’ হাসিন আরো জানান, প্রথম বিজ্ঞাপনচিত্রেই তিনি অমিতাভ রেজার মতো গুণী নির্মাতার সঙ্গে কাজ করছেন, তাই বেশ খুশি তিনি! বর্তমানে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ব্যাচেলর দ্য ফ্যামিলি’র কাজ করছেন হাসিন। সামনে শুরু করবেন ইফতেখার আহমেদ ফাহমির নতুন একটি সিরিয়ালের কাজ।